ফুটবল

মেহেরপুর রাজনগরে ফুটবল টুর্নামেন্টের বর্শিবাড়িয়া জয়ী

By মেহেরপুর নিউজ

October 31, 2019

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলা রাজনগর গ্রামে সুখরঞ্জন ও বকুল রানী সরকার স্মৃতি ফুটবল টুর্নামেন্টে বর্শিবাড়িয়া ৩ গোলে জয়ী। বৃহস্পতিবার বিকালে রাজনগর স্কুল মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।

৯০ মিনিটের খেলায় বর্শিবাড়িয়া ফুটবল একাদশ ৩-০ গোলে পিরোজপুর ফুটবল একাদশ দলকে পরাজিত করে। ম্যান অব দা ম্যাচ ও সেরা গোলদাতা নির্বাচিত হয় বর্শিবাড়িয়া ফুটবল একাদশ দলের সহ তিন জনকে প্রাইজবন্ড দিয়ে পুরস্কৃত করা হয়।

খেলাটি পরিচালনা করেন জহির উদ্দিন, ইমাদুল ইসলাম, হাসিবুল ইসলাম। খেলাটির সার্বিক সহযোগীতায় ছিলেন সুধাংশু মোহন সরকার।

এসময় খেলা পরিচালনা কমিটির সহ সভাপতি, খাকছার আলী, সাধারন সম্পাদক রবিউল ইসলাম, কোষাধ্যক্ষ কুরবান আলী, সদস্য সুমন সরকার, সাবদার আলী, মামুনুর রশিদ, জাসুদ আলী সহ খেলা দেখতে আসা হাজার হাজার দর্শক খেলাটি উপভোগ করেন।