মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৪ জুন: বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির ম্যানেজিং বোর্ডের সদস্য,মেহেরপুর রেডক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারী,মেহেরপুর জর্জ কোর্টের সাবেক পাবলিক প্রসিকিউটর(পিপি) মেহেরপুরের কৃতি সন্তান এ্যাডভোকেট খন্দকার একরামুল হক হীরা ইন্টারন্যাশনাল রেডক্রস এন্ড রেডক্রিসেন্ট সোসাইটির আমন্ত্রনে মালোশিয়ায় আন্তজার্তিক সেমিনারে যোগদান শেষে মেহেরপুর ফেরায় তাকে সংবর্ধনা প্রদান করেছে মেহেরপুর জেলা রেডক্রিসেন্ট ইউনিট। রাত সোয়া ৮ টার দিকে মোটরসাইকের শোভাযাত্রা সহকারে যুব সদস্যরা অতিথিকে অনুষ্ঠানস্থল মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমীতে নিয়ে আসে। জেলা শিল্পকলা একাডেমি
চত্বরে সংবর্ধিত অতিথি মেহেরপুরের কৃতি সন্তান এ্যাডভোকেট খন্দকার একরামুল হককে বহনকারী বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির গাড়িটি এসে পৌছালে ইউনিট নির্বাহী কমিটির সদস্যরা ও যুব সদস্যরা ফুল দিয়ে বরন করে নেন। রোববার রাতে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির ম্যানেজিং বোর্ডের সদস্য এ্যাডভোকেট খন্দকার একরামুল হক হীরা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিট নির্বাহী কমিটির সদস্য আতাউল হাকিম লালমিয়া। সভাপতিত্ব করেন মেহেরপুর জেলা রেডক্রিসেন্ট ইউনিটের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ গোলাম রসুল। অনুষ্ঠান পরিচালনা করেন যুব প্রধান সোহাগ। এর আগে শনিবার দিবাগত রাত সোয়া ১২ টার দিকে তিনি মালোশিয়া এয়ারলাইস্নের একটি বিমানে বাংলাদেশে পৌছেন।
উল্লেখ্য,ইন্টারন্যাশনাল রেডক্রস এন্ড রেডক্রিসেন্ট সোসাইটির আমন্ত্রনে আন্তজার্তিক সেমিনারে যোগদিতে গত ২৯জুন ৫ দিনের সফরে মালোশিয়া যান। চার সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন তিনি। টিমের অন্যান্য সদস্যরা হলেন,বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির ম্যানেজিং বোর্ডের সদস্য মো: নুরন নবী চৌধুরী,কবির উর্দ্দিন আহমেদ এবং বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারী জেনারেল ক্যাপ্টেন(অব:) আবু বকর। খ্যাতিমান আইনজীবী এ্যাডভোকেট খ: একরামুল হক হীরা সোমবার দিবাগত রাত ১ টা ২০ মিনিটে মালোশিয়া এয়ারলাইন্স যোগে আন্তজার্তিক এই সেমিনারে যোগদিতে কুয়ালালামপুরের উদ্দেশ্য বাংলাদেশ ছাড়েন। ইন্টারন্যাশনাল রেডক্রস এন্ড রেডক্রিসেন্ট সোসাইটির মালোশিয়া দপ্তরে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধি দলের অংশগ্রহনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। প্রাতিষ্ঠানিক দক্ষতা অর্জন বিষয়ে আলোচনা হয় এ সেমিনারে।