অন্যান্য

মেহেরপুর রেডক্রিসেন্ট সোসাইটির নির্বাচন।। সকলেই বিনা প্রতিদ্বন্দীতাই বিজয়ী

By মেহেরপুর নিউজ

November 26, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৬ নভেম্বর:

মেহেরপুর জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির নির্বাচনে সকল প্রার্থীই বিনা প্রতিদ্বন্দীতায় জয়লাভ করেেছেন। বুধবার সকালে রেডক্রিসেন্ট নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক প্রভাষক নুরুল আহমেদ সকল প্রার্থীকে বিনা প্রতিদ্ধন্দীতাই জয়ী হিসেবে ঘোষনা করেন। এর আগে ৭টি পদের অনুকুলে ৮ জন প্রাথী মনোনয়ন পত্র জমা দেন । পরে মনোনয় প্রত্যাহারের শেষ দিনে নির্বাহী সদস্য পদে মো: আলাউদ্দিন প্রার্থীতা প্রত্যাহার করে নেয়ায় বাকী ৭ জনের সকলেই বিনা প্রতিদ্বন্দীতায় বিজয়ী হন। বিনা প্রতিদ্বন্দীতায় বিজয়ীরা হলেন সহ-সভাপতি পদে আলহাজ্ব মো: গোলাম রসুল, সাধারন সম্পাদক পদে অ্যাড. খন্দকার একরামুল হক হীরা, নির্বাহী সদস্য পদে আলহাজ্ব আশকার আলী, কে এম আতাউল হাকিম লাল মিয়া, আনারুল ইসলাম, অ্যাড. ইয়ারুল ইসলাম, অ্যাড. শফিকুল আলম ।