টপ নিউজ

মেহেরপুর শহরের কলেজ মোড়ে মোটরসাইকেলের ধাক্কায় দুই জন আহত

By মেহেরপুর নিউজ

July 11, 2020

মেহেরপুর নিউজ:

মেহেরপুর শহরের কলেজ মোড় এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় শাহ জামাল ও মাসুদ পারভেজ নামের দুই ব্যক্তি আহত হয়েছে।

আহত দুজনকে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত শাহজামাল মেহেরপুর শহরের ওয়াপদা পাড়ার আব্দুল কাদেরের ছেলে এবং মাসুদ পারভেজ শহরের ঘোষপাড়ার কামরুল ইসলামের ছেলে।

শনিবার বিকেলের দিকে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানিয়েছেন আহত শাহজামান রাস্তা দিয়ে হেঁটে আসার সময় মাসুদ পিছন থেকে মোটরসাইকেল দিয়ে তাকে ধাক্কা মারে। এতে পথচারী ও চালক দুজনে আহত হলে তাদের উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়।