এক ঝলক

মেহেরপুর শহরের কোন মসজিদে কখন ঈদের নামাজ

By Enayet Akram

May 24, 2020

মেহেরপুর নিউজ, ২৪ মে: করোনাভাইরাসের প্রার্দুভাবের কারণে ঈদগাহ মাঠে ঈদের জামায়াত না হওয়ার সরকারিভাবে নির্দেশনা থাকলেও স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে মসজিদে ঈদের নামাজ আদায় করার অনুমতিতে কিছুটা স্বস্তি ফিরেছে বাঙালির ঘরে। দীর্ঘ একমাস সিয়াম সাধনার পর ঈদ নামাজ পড়তে না পারার সংবাদে অনেকটাই হতাশাগ্রস্ত ছিলেন মুসল্লীরা। তবে, এখন বইচে স্বস্তির বাতাস।

মেহেরপুরের প্রতিটি মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। মসুল্লীদের উপস্থিতির ওপর নির্ভর করবে জামাতের সংখ্যা বলে জানিয়েছেন মসজিদ কমিটি।

শহরের কোর্টপাড়া জামে মসজিদে সকাল ৭টায় ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হবে। গড় জামে মসজিদে সকাল সাড়ে ৭টায় ঈদের জামাত ও হোটেল বাজার জামে মসজিদে সকাল ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এছাড়াও আহলে হাদিস জামে মসজিদে সকাল সাড়ে ৬টায় ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হবে।

সবাইকে বাসা থেকে ওজু করে মসজিদে যেতে হবে মাস্ক পরে। কাতারে দাঁড়াতে হবে দূরত্ব রেখে। নামাজ শেষে কোলাকুলি বা হাত মেলানো যাবে না। করোনাভাইরাস অতি সংক্রামক বলেই এ ব্যবস্থা।