বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর শহরের বোস প্রাঙ্গনে শাওন নামের এক যুবককে কুপিয়ে রক্তাক্ত করেছে সন্ত্রাসীরা

By মেহেরপুর নিউজ

March 10, 2012

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১০ মার্চ: মেহেরপুর শহরের বোস পাড়ার বোস ভিলার সামনে ও বাইতুল আমান জামে মসজিদের পিছনের মাঠে পুরাতন পোষ্ট অফিস পাড়ার শাওন (২০)  নামের এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেছে শহরের চিন্থিত সন্ত্রাসীরা। আহত শাওন বর্তমানে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এদিকে এ ঘটনাকে কেন্দ্র করে শহরে চাপা উত্তেজনা বিরাজ করছে। মেহেরপুর জেনারেল হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক জানান,শাওনের অবস্থা আশংকাজনক। তার শরীরে অর্ধশতাধিক সেলাই করা লেগেছে। শরীর থেকে প্রচুর রক্ত বের হয়ে গেছে। সময় না পেরুলে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছেনা। মেহেরপুর সদর থানার ওসি জাহাঙ্গীর আলম জানান,অপরাধীদের আটকের জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ। ধারনা করা হচ্ছে,শিল্পকলা ভোটকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটে থাকতে পারে। পুলিশ ও এলাকাবাসি জানায়, আজ সকালে মেহেরপুর শিল্পকলা একাডেমির ভোটকে কেন্দ্র করে শহরের পুরাতন পোষ্ট অফিস পাড়ার আসাদুল ড্রাইভারের ছেলে শাওনের সাথে কয়েকজন যুবকের কথা কাটাকাটি হয়। এরই জের ধরে আজ শনিবার সন্ধ্যায় শহরের চিন্থিত গ্যাং গ্রুপের সদস্যরা একাধিক মোটরসাইকেলে অস্ত্র উচিয়ে এসে বোস পাড়ার বোস ভিলার সামনে ও বাইতুল আমান জামে মসজিদের পিছনের মাঠে বসা শাওনের ওপর অতর্কিত হামলা চালায়। তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করার পর  এলাবাসিরা ছুটে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। আহত শাওন পুলিশের কাছে তাদের নাম বলেছে বলে জানা গেছে। এব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েছে। আহত শাওন হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় মেহেরপুর নিউজকে জানায় বাসষ্ট্যান্ড পাড়ার মনিরুলের ছেলে পোলেন ও তার সন্ত্রাসী বাহিনীরা তাকে কুপিয়ে জখম করেছে।