অন্যান্য

মেহেরপুর শহরের গোরস্থান পাড়ার সড়কে ধানের চারা রোপন করে প্রতিবাদ

By মেহেরপুর নিউজ

October 05, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৫ অক্টোবর: সড়ক সংস্কারের দাবিতে মেহেরপুর শহরের ৯ নং ওয়ার্ড  গোরস্থান পাড়ায় রাস্তার উপরে ধানের চারা রোপন করে প্রতিকি প্রতিবাদ জানিয়েছে এলাকাবাসীরা।

রোববার বিকালের দিকে এলাকাবাসীরা  কর্দমাক্ত রাস্তার উপর ধানের চারা রোপন করে প্রতিবাদ জানায়। এলাকাবাসী অভিযোগ করে বলেন, লক্ষ লক্ষ টাকা খরচ করে শহর সৌন্দয্য বৃদ্ধির নামে সু সজ্জিত ফোয়ারা গেট নির্মান করা হচ্ছে, প্রতিকি বাঘ হরিন নিয়ে পৌরসভাকে সাজানো হচ্ছে অথচ জনগনের যাতায়াতের সড়ক নষ্ট হয়ে জনজীবন চলাচলে বিঘ্ন ঘটলেও সেদিকে পৌর কতৃপক্ষের কোনো খেয়াল নেই। যে কারনে বাধ্য তারা এই প্রতিকি প্রতিবাদ করতে রাস্তায় নেমেছেন বলে জানান ক্ষুব্ধ এলাকাবাসী।