মেহে
রপুর নিউজ,০১ এপ্রিল: মেহেরপুর শহর তরুণ লীগের উদ্যেগে তরুণ লীগের কার্যালয়ে মেহেরপুর শহরের ১ নং ওয়ার্ড তরুণ লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়।
বুধবার বিকালে শহর তরুণ লীগের নুর হোসেনের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন তরুণ লীগ নেতা হিমু খান, মামুন, নাসিম শেখ প্রমুখ। পরে মোঃ সাব্বির হোসেনকে সভাপতি ও খন্দকার ওহিদুজ্জামানকে সাধারণ সম্পাদক করে ৫ সদস্য বিশিষ্ট ১ নং ওয়ার্ড তরুণ লীগের কমিটি গঠন করা হয়।