বিশেষ প্রতিবেদন

মেহেরপুর শহরে ঈদের জামাত কখন কোথায়…

By মেহেরপুর নিউজ

July 27, 2014

মিজানুর রহমান: আগামীকাল চাঁদ দেখা গেলে পরশু ঈদুল ফিতর। ঈদুল ফিতরের নামায কথন কোথায় হবে এ নিয়ে বেশ চিন্তায় পড়েন মুসল্লীরা। বিশেষ করে কর্মব্যস্ত মানুষ, যারা নিজ জেলার বাইরে থেকে আসছেন পরিবারের সাথে ঈদ করতে। সেই সাথে ব্যবসায়ীরাও । তাই আসুন আমরা সকলেই জেনে নিই কখন কোথায় ঈদের নামায অনুষ্ঠিত হবে।

প্রধান জামাত: মেহেরপুর ফৌজদারীর পাড়ার পৌর ঈদগাহ ময়দানে । নামায অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়।  ইমামতি করবেন বড়বাজার জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল হান্নান খান। ২য় জামাত: মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের বিএটিবি অফিস সংলগ্ন পৌর ঈদগাহ ময়াদেন। জামাত অনুষ্ঠিত হবে সকাল পৌনে ৯ টায়।  ইমামতি করবেন হাফেজ মাওলানা রোকনুজ্জামান। কোর্ট মসজিদ ঈদগাহ: কোর্ট মসজিদ ঈদগাহ ময়দানে ঈদের নামায অনুষ্টিত হবে সকাল ৯ টায় । ইমামিত করবেন কোর্ট জামে মসজিদের ইমাম মাওলানা আনছার উদ্দিন বেলালী। আহলে হাদিসের জামাত: মেহেরপুর শহরের শহীদ সামসুজ্জোহা পার্কে আহলে হাদিস জামাতের ঈদের নামায অনুষ্ঠিত হবে সকাল পৌনে ৮ টায়। এখানে পর্দার বিশেষ ব্যবস্থার মাধ্যমে মহিলারাও নামায আদায় করে থাকেন। থানা ঈদগাহ ময়দান: মেহেরপুর সদর থানা ঈদগাহ ময়দানে ঈদের নামায অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৯ টায়। তাঁতীপাড়া মহিলা দাখিল মাদ্রাসা ঈদগাহ: শহরের তাঁতীপাড়া মহিলা দাখিল মাদ্রাসা ঈদগাহ ময়দানে ঈদের নামায অনুষ্ঠিত সকাল সাড়ে ৮ টায়।  ইমামতি করবেন মাদ্রাসা জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল গণি। শেখ পাড়া ঈদগাহ: মেহেরপুর শহরের শেখপাড়া পৌর কবরস্থান সংলগ্ন ঈদগাহ ময়দানে ঈদের নামায অনুষ্ঠিত হবে সকাল ৯ টায়। মহিলা জামায়াত: মেহেরপুর ফৌজাদারী পাড়ার পৌর ঈদগাহে ময়দানে সকাল সাড়ে ১০ টায় মেহেরপুর পৌরসভার তত্বাবধানে মহিলাদের জামাত অনুষ্ঠিত হবে। যেখানে ইমামতি করবেন  আলহাজ্ব সিদ্দিকুর রহমান।