বিশেষ প্রতিবেদন

মেহেরপুর শহরে কোথায় কখন ঈদের জামাত

By মেহেরপুর নিউজ

October 04, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৪ অক্টোবর: ৬ অক্টোবর সোমবার পবীত্র ঈদ উল আযহা। মুসলিম সম্প্রদায়ের ২য় সর্ববৃহৎ উৎসব। মুসলিম সম্প্রদায়ের এ উৎসবকে ঘিরে চলছে সাজ সাজ রব। নাড়ির টানে বাড়ি ফিরেছে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে কর্মরত থাকা মেহেরপুর বাসীরা। শেষ মুহুর্তে তারা জানার চেষ্টা করছেন শহরের কোন ঈদগাহে কখন ঈদের জামাত অনুষ্ঠিত হবে।ঈদের জামাতের সময়সচী নিয়ে রিপোর্ট করেছেন সিনিয়র রিপোর্টার মিজানুর রহমান। প্রধান জামায়াত: মেহেরপুর পৌর সভার প্রধান জামাত অনুষ্ঠিত হবে ঈদগাহ পাড়ার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে। এখানে নামায অনুষ্ঠিত হবে সকাল ৮ টায়। নামাযে ইমামতি করবেন বড় বাজার জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল হান্নান খান। ২য় প্রধান জামায়াত: মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের পুরাতন ঈদগাহ ময়দানে। সেখানে নামায অনুষ্ঠিত হবে সকাল ৮টা ১৫ মিনিটে। নামাযে ইমামতি করবেন হোটেল বাজার জামে মসজিদের ইমাম হাফেজ রোকুনুজ্জামান। কোর্ট মসজিদ ঈদগাহ জামায়াত: মেহেরপুর কোর্ট মসজিদ ঈদগাহ ময়দানে ঈদের জামায়াতঅনুষ্ঠিত হবে সকাল ৯ টায়। সেখানে ইমামতি করবেন কোর্ট জামে মসজিদের ইমাম আলহাজ্ব আনছার উদ্দিন বেলালী। আহলে হাদিসের জামায়াত: মেহেরপুর শহীদ ড. সামসুজ্জোহা পার্কে ঈদের জামায়াত অনুষ্ঠিত হবে সকাল ৭টায়। সেখানে ইমামতি করবেন মাওলানা ইছাহাক আলী। এখানে একই সাথে মহিলাদের নামায পড়ার জন্য পর্দার ব্যবস্থা রয়েছে। সদর থানা জামাত: মেহেরপুর সদর থানায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টা ৩০ মিনিটে। পৃথক মহিলা জামায়াত: মেহেরপুর পৌর সভার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে মহিলাদের পৃথক জামায়াত অনুষ্ঠিত হবে সকাল ৯টায়। সেখানে ইমামতি করবেন আলহাজ্ব সিদ্দিকুর রহমান।