ব্যবসা ও বানিজ্য

মেহেরপুর শহরে ভ্রাম্যমান আদালতের অভিযান:৫০ মণ আম ধ্বংস :১০ হাজার টাকা জরিমানা

By মেহেরপুর নিউজ

June 04, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৩ জুন: মেহেরপুরে শহরের ওয়াপদা মোড়ে বিষাক্ত দ্রব্য(কার্বাইট) মিশ্রিত ৫০ মণ আম ধ্বংস করেছে ভ্রাম্যমান আদালত। একই অপরাধে আম ব্যবসায়ী সাবুর আলী মীরের কাছ থেকে ১০ হাজার টাকা জরিমানাও আদায় করে আদালত। সোমবার রাতে মেহেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার নির্বাহী ম্যাজিস্ট্রেট হুমায়ন কবির এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, আম ব্যবসায়ীরা ঢাকার উদ্দেশ্যে আম নেওয়ার জন্য শহরের ওয়াপদা মোড়ে ট্রাক ভর্তি করছিল। ম্যাজিস্ট্রেট হুমায়ন কবির ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। রাত পৌনে ৮ টার দিকে পরীক্ষায় আমে বিষাক্ত কার্বাইটের পরিমাণ ৩০-৪০ পিপিএম পর্যন্ত ধরা পড়ে। এতে ভ্রাম্যমান আদালত ওই আদেশ দেন।