বিশেষ প্রতিবেদন

মেহেরপুর শহরে যানজট এখন নিত্যসঙ্গী হয়ে দাঁড়িয়েছে

By মেহেরপুর নিউজ

August 05, 2012

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,৫ আগষ্ট :

মেহেরপুর শহরে তীব্র যানজটের কারনে মেহেরপুরের মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে। দিন দিন জন সংখ্যার হার বৃদ্ধি পেলে মেহেরপুর শহরের সড়ক প্রশস্ত না হওয়ার পাশা পাশি প্রধান প্রধান সড়কের দুপার্শে¦ অবৈধ ভাবে গড়ে ওঠা দোকান পসারের কারনে মেহেরপুর শহরে যানজট শুরু হয়েছে। বিশেষ করে মেহেরপুর শহরের বড়বাজার ৪ রাস্তার মোড় থেকে শুরু করে কাথুলি সড়ক, থানা সড়ক, বড়বাজার সড়ক, ওয়াপদা সড়ক, হোটেল বাজার মোড় এবং কোর্ট এলাকায় যানজটের তীব্রতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। জন সংখার সাথে পাল্লা দিয়ে রিকসা-ভ্যান, আলমসাধু, ইজিবাইক, নছিমন-করিমন ও মোটর সাইকেলের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাওয়ায় মেহেরপুর শহরের যানজটের মাত্রা বৃদ্ধি পাচ্ছে। এদিকে পবিত্র রমজান মাস শুরু হওয়ার পর থেকে গ্রাম-গঞ্জের মানুষ ঈদের কেনা কাটা করতে শহর মুখো হওয়ায় প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত যানজট লেগেই থাকছে। এদিকে মেহেরপুর শহরের যানজটের তীব্রতা বৃদ্ধি পেলেও মেহেরপুর শহরের বড়বাজার ৪ রাস্তার মোড়ে কোন ট্রাফিকের ব্যবস্থা না থাকায় যানজটের তীব্রতা আরও বৃদ্ধি পাচ্ছে। ওই এলাকায় ট্রাফিক পুলিশ দেওয়ার দাবি উঠেছে।