মেহেরপুর নিউজ:
গত ২৬শে মার্চ থেকে সরকারিভাবে মানুষজনকে বাড়ির বাইরে বের হওয়ার জন্য নিষিদ্ধ ঘোষণা করা হলেও মেহেরপুরে মানুষজন উৎসবমুখর ভাবে মেহেরপুর শহরের বের হয়েছে।
সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত মেহেরপুর শহরে এমনই অবস্থা বিরাজ করছিল। সোমবার মানুষজন এমনভাবে বাইরে বের হচ্ছিল যাতে করে শহরের গুরুত্বপূর্ণ স্থান গুলোতে ট্রাফিক জাম এ পরিণত হয়। বেলা এগারোটার দিকে বড়বাজার এলাকায় দিয়ে সেনাবাহিনীর একটি দল ওই এলাকা দিয়ে যাওয়ার সময় রীতিমতো ট্রাফিক জ্যামে আটকা পড়ে। অসংখ্য মানুষের পাশাপাশি রিক্সা-ভ্যান ইজিবাইক সহ অন্যান্য যানবাহনের রীতিমতো ট্রাফিক জ্যামে পরিনত হয়। রাস্তাঘাটে এমন ভিড় দেখে মনে হচ্ছিল না যে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে বাংলাদেশ। পরে মেহেরপুর সদর থানা পুলিশের একটি দল সেখানে উপস্থিত হয়ে ভিড় সামাল দেয়ার জন্য চেষ্টা করে।