বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর শহর থেকে চোরাই মোটরসাইকেল সহ এক চোরাকারবারী কে আটক করেছে ডিবি পুলিশ

By মেহেরপুর নিউজ

June 18, 2012

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৮ জুন: আজ সোমবার প্রথম সকালে মেহেরপুর শহরের ওয়াপদা মোড় থেকে একটি ভারতীয় চোরাই ডিসকভার মটরসাইকেল সহ মুকুল (২০) নামের এক চোরাকারবারী কে আটক করেছে জেলা ডিবি পুলিশ। জানাগেছে, সোমবার প্রথম সকালে শহরের ওয়াপদা মোড় থেকে শহরের দিঘির পাড়ার সামাদুলের ছেলে মুকুল কে একটি ভারতীয় ডিসকভার মটর সাইকেল সহ তাকে আটক করে ডিবির সদস্যরা। ডিবির এসআই কাফর“জ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার প্রথম সকালে শহরের ওয়াপদা মোড়ে অভিযান চালিয়ে ভারতীয় একটি কালো ডিসকাভার মটর সাইকেল সহ মুকুল নামের এক চোরাকারবারিকে আটক করা হয়। চোরাকারবারি মুকুল সাংবাদিকদের জানান, ভারত থেকে অল্প দামে এই সব মটর সাইকেল  কিনে দালালের মাধ্যমে তার কাটা পেরিয়ে বাংলাদেশে নিয়ে এসে বিক্রয় করে থাকে।