রাজনীতি

মেহেরপুর শহর সমাজসেবা কর্মকর্তার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল

By মেহেরপুর নিউজ

March 15, 2016

মেহেরপুর নিউজ, ১৫ মার্চ: প্রধানমন্ত্রী শেখ হাসিনার  বিকৃত ছবি মেহেরপুর শহর সমাজসেবা কর্মকতা মো: আতাউর রহমান তার ফেসবুক একাউন্ট থেকে শেয়ার করার অভিযোগ তার বিচারের দাবিতে শহরের বিক্ষোভ কর্মসূচী পালন করেছে জননেত্রী পরিষদের নেতাকর্মীরা।

মঙ্গলবার দুপুরে জননেত্রী পরিষদ মেহেরপুর শাখার আহবায়ক ও সাবেক ছাত্র নেতা আব্দুল মান্নানের নেতৃত্বে নেতাকর্মীরা শিল্পকলা একাডেমী মোড় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে মেহেরপুর কোর্ট সড়কের সামনে এসে শেষ হয়।

বিক্ষোভ মিছিলে অন্যদের মধ্যে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাফুয়ান আহমেদ রুপক, সাবেক ছাত্রনেতা সাজেদুর রহমান সাজু, মিজানুর রহমান জনি,জেলা  ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুয়েল রানা প্রমুখ।