বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর শহীদ বুদ্ধিজীবী দিবসে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

December 15, 2011

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৫ ডিসেম্বর: মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে বুধবার শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালির আয়োজন করা হয়। জেলা প্রশাসক বেগম সাহান আরা বানুর সভাপতিত্বে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য জয়নাল আবেদীন।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেণ ভারপ্রাপ্ত পুলিশ সুপার  সরদার রকিবুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক হোসেন আলী খন্দকার, জেলা আওয়ামীলীগের সহসভাপতি আলহাজ মোঃ আসকার আলী। বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার শাহ মোমিন, এনডিসি মোঃ আসলামউদিন প্রমুখ। এর আগে শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মেহেরপুর  শহরে একটি র‌্যালি বের করা হয়। সংসদ সদস্য জয়নাল আবেদীনের নেতৃত্বে র‌্যালিটি জেলা প্রশাসন চত্বর থেকে শুরু করে জেলা শিল্পকলা একাডেমিতে এসে শেষ হয়। র‌্যালিতে অন্যন্যের মধ্যে জেলা প্রশাসক বেগম সাহান আরা বানু, ভারপ্রাপ্ত পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম সহ সরকারি কর্মকর্বা ও কর্মচারিরা উপস্থিত ছিলেন।