টপ নিউজ

মেহেরপুর শিকারিদের মাছ শিকারের ধুম

By মেহেরপুর নিউজ

September 19, 2020

মেহেরপুর নিউজ:

মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের নির্মাণাধীন স্থানে মৎস্য শিকারিদের মাছ শিকারের ধুম পড়ে গেছে।

বর্তমান সরকার ক্ষমতায় আসার পর জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন প্রচেষ্টায় মেহেরপুর ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালকে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে উন্নীত করেন, সে লক্ষ্যে হাসপাতালে ভবন নির্মাণ করার লক্ষ্যে সিভিল সার্জন অফিসের সামনে বর্ধিত ভবন নির্মাণ কাজ শুরু করা হয়।  বিশাল এলাকাজুড়ে সেখানে কাজ শুরু করার পর নিচের প্লার দেওয়ার পরপরই বর্ষণ শুরু হয়। বর্ষা পেরিয়ে এখন শরৎকাল, শরৎকালেও ভারী বর্ষণ হচ্ছে। যে কারণে ওই স্থানটিতে বড় ধরনের একটা পুকুরে পরিণত হয়েছে।

বর্তমানে নির্মাণাধীন হাসপাতালে ওই স্থানে ৭থেকে ৮ ফিট পানি জমে থাকার কারণে দেশি প্রজাতির মাছ ভাসতে দেখে স্থানীয় মৎস্য শিকারীরা প্রতিদিন সকাল থেকে বিকেল পর্যন্ত মাছ ধরার কাজে ব্যস্ত হয়ে পড়েছে , সেখানে রীতিমতো মাছ ধরার উৎসবে পরিণত হয়েছে। খোঁজ নিয়ে দেখা গেছে সকাল থেকে মৎস্য শিকারীরা দেশি প্রজাতির পুটি মাছ, টাঁকি মাছ সহ রুই মাছের পোনা শিকার করছে। নির্মাণাধীন হাসপাতালের ওই স্থানে প্রচুর পরিমাণ পানি জমে থাকার কারণে হাসপাতালে কাজ বর্তমানে বন্ধ রয়েছে, পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় ওই স্থানে কাজ করা সম্ভব হচ্ছে না।