বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষকদের তিন দিন ব্যাপী পিবিএম প্রশিক্ষণ কোর্স শুরু

By মেহেরপুর নিউজ

April 05, 2017

মেহেরপুর নিউজ, ০৫ এপ্রিল : মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রামের আওতায় বুধবার সকালে মেহেরপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তানে মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষকদের তিন দিন ব্যাপী পিবিএম বিষয়ক প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে। মেহেরপুর সদর উপজেলা শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাজার আনোয়ারুল ইসলাম কোর্সেও উদ্বোধন করেন। কোর্সে প্রশিক্ষক হিসাবে দায়িত্বে রয়েছেন একাডেমিক সুপারভাজার আব্দুল্লা আল মাসুম, গবেষনা কর্মকর্তা বিকাশ কুসুম চক্রবর্তী, সহকারী পরিদর্শক বিশ্বজিত গোলদার, জেলা কো-অডিনেটর মাসুম বিল্লা। তিন দিন ব্যাপী পিবিএম বিষয়ক প্রশিক্ষণ কোর্সে জেলার ৪৫টি বিদ্যালয়ের ৯০ জন শিক্ষক অংশগ্রহন করেছে।।