বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর শিমুলতলা গ্রামের পানি সরবরাহের ড্রেন তৈরি নিয়ে সংঘর্ষ।। ৪ ভাই আহত

By মেহেরপুর নিউজ

May 29, 2011

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৯ মে: মেহেরপুর জেলা সদরের শিমুলতলা নামক গ্রামে প্রতিপক্ষের হামলায় ৪ ভাই আহত হয়েছে। তাদেরকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা যায়,শনিবার রাতে মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নের শিমুলতলা গ্রামের মোসলেম উদ্দিনের ছেলেরা একই গ্রামের ২টি পুকুর লীজ নিয়ে মাছ চাষ করতে থাকে। ওই পুকুর পাড়ের বাড়ি-ঘরের পানির স্রোতে পুকুরের পাড় বারবার ভেঙে যাওয়ায় মোসলেম উদ্দিনের ছেলেরা ৭ হাজার টাকা জমার বিনিময়ে এন জিও’র সহযোগিতায় পানি সরবরাহের ড্রেন তৈরি করে নিতে তাদেরকে পরামর্শ দেয়।

এ ঘটনা নিয়ে কথা কাটাকাটির জের ধরে শনিবার রাত ১০ টার দিকে শিমুলতলা গ্রামের লাল চাঁদের ছেলে খালেক, মঙ্গলের ছেলে কালু, আলী, শরিফুল, মনিরুল, কামাল, জাহিদ, হাসিবুল, ইমরান ও মোস্তাকসহ  বেশ কিছু লোক মোসলেম উদ্দিনের ৪ছেলে আবুল কালাম (৪২), আব্দুর রব(৩০), মোঃ আব্দুল­াহ (২৬) ও আবু সুফিয়ানের(২৩)উপর ঝাপিয়ে পড়ে এবং তাদেরকে পিটিয়ে জখম করে। আহত ৪ ভাইকে ওই রাতেই মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।