বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর শিল্পকলা একাডেমিতে পিঠা উৎসবে সাংস্কৃতিক অনুষ্ঠান

By মেহেরপুর নিউজ

February 01, 2024

মেহেরপুর নিউজ:

শিল্পকলা একাডেমি চত্বরে বুধবার  সন্ধ্যায় শুরু হয়েছে ৩দিন ব্যাপি পিঠা ও সংস্কৃতি শিল্পীদের পরিবেশনায়  লোক সংস্কৃতি উৎসব। গতকাল বুধবার মেহেরপুর পাবলিক লাইব্রেরী চত্বরে মাঠে স্টল সাজিয়ে নানান পদের হরেক রমক পিঠাপুলি সাজিয়ে বিকিকিনিতে মেত উঠেন অংশ গ্রহণকারীরা । পছন্দের পিঠাপুলির স্বাধ নেন পুরুষ, মহিলা ও শিশু  ভোজন রসিকেরা। শীতের আমেজে পিঠা উৎসব বাঙ্গালী সাংস্কৃতির চিরাচরিত ঐতিহ্য। পাশাপাশি স্থান পেয়েছে চিরাচরিত পাপড় ভাজা সাত মিশালীর মত খাবারের সম্ভার। চিত্র বিনোদনে শিল্পীরা পরিবেশন লোকজ সংগীত পরিবেশন করেন স্থানীয় শিল্পীরা।

বৃহস্পতিবার বিকালে মেহেরপুর পাবলিক লাইব্রেরী চত্বরে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমির শিল্পীরা এতে সংগীত, নৃত্য, আবৃত্তি পরিবেশন করেন।