মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৫ আগষ্ট:
মেহেরপুর সদর উপজেলার শোলমারী গ্রামের মিঠুন হত্যার অন্যতম আসামী সদর উপজেলার তেরঘরিয়া গ্রামের নবিছদ্দিন ভারতে মারা গেছেন বলে খবর পাওয়া গেছে। সম্প্রতি নবিছদ্দিনকে জবাই করে হত্যা করা হয়েছে বলে বিভিন্ন সূত্রে খবর পাওয়া গেছে।তবে কারা তাকে হত্যা করেছে বা আদৌ সে মারা গেছে কিনা এ নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। উল্লেখ্য, ২০১২ সালের ১৯ নভেম্বর সন্ধ্যা রাতে মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের শোলমারী গ্রামের কোরবান আলীর ছেলে কলেজ ছাত্র মিঠুনকে বাড়ি থেকে মোবাইল ফোনে ডেকে নিয়ে খুন করে গ্রামের পাশের মাঠের একটি পেঁয়াজের ক্ষেতে ফেলে রেখে গিয়েছে দূবৃত্তরা।
পুলিশ ও এলাকাবাসী জানায়,ঐদিন রাত ৮টার দিকে কে বা কারা মোবাইল ফোনে মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের শোলমারী গ্রামের নতুনপাড়ার কাতার প্রবাসী কুরবান আলীর ছেলে কলেজ ছাত্র মিঠুনকে (২২) ডাক দেয়। মিঠুন তাদের ডাকে সাড়া দিয়ে ঘর থেকে বাইরে যায়। এর পর থেকে আর বাড়িতে ফেরেনি। পরদিন সকালে গ্রামের কৃষকরা পার্শ্ববর্তী গড়তলার মাঠে কাজ করতে যাবার পথে সাবেক ইউপি সদস্য আশরাজুল ইসলামের পেঁয়াজের ক্ষেতে মিঠুনের লাশ পড়ে থাকতে দেখে মেহেরপুর থানা পুলিশে খবর দেয়। ।
ঐ ঘটনায় মিঠুনের পিতা কোরবান আলী বাদী হয়ে মেহেরপুর সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।যার মামলা নং ২২ মামলায় নবিছদ্দিনকে ৩ নং আসামী করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা মেহেরপুর সদর থানার ওসি তদন্ত তরিকুল ইসলাম জানান,বিষয়টি আমি শুনেছি। তবে এর সত্যতা পায়নি।তিনি আরো বলেন, এই মামলার তদন্ত প্রায় শেষ পর্যায়ে। যে কোনো দিন মামলার চার্জশীট দাখিল করা হবে।