রাজনীতি

মেহেরপুর সদরে ইউপি নির্বাচন উপলক্ষে সকল প্রস্তুতি সম্পন্ন

By মেহেরপুর নিউজ

April 22, 2016

মেহেরপুর নিউজ, ২২ এপ্রিল: ২৩ এপ্রিল ৩য় ধাপে মেহেরপুরের সদর উ্পজেলার ৪টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের উপলক্ষে সকল প্রস্তুুতি সম্পন্ন করেছে উপজেলা নির্বাচন অফিস। শুক্রবার বিকাল ৩ টার সময় থেকে চারটি ইউনিয়নের ৫৯ টি কেন্দ্রের প্রিজাইডিং অফিসারদের মাধ্যমে ব্যালট বাক্স, ব্যালট পেপার, সিল, অমোচনীয় কালীসহ নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে। সদর উপজেলা নির্বাচন অফিসার তবির উদ্দিন ও রিটার্নিং অফিসার আনিসুর রহমান স্ব স্ব কেন্দ্রের প্রিজাইডিং অফিসারের হাতে নির্বাচনী সরঞ্জাম তুলে দেন। উপজেলা নির্বাচন অফিসার কবির উদ্দিন বলেন, নির্বাচন সুষ্ঠ ভাবে পরিচালনার লক্ষে প্রতিটি কেন্দ্রে ১০ জন অস্ত্রধারীসহ ২৭ জন নিরাপত্তাকর্মী রাখা হয়েছে। মোবাইল টিম থাকবে ২০টি। এছাড়া ৪টি ইউনিয়নে ২প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। ৫০টির ও বেশী থাকছে ষ্ট্রাইকিং ফোর্স। প্রসঙ্গত, সদর উপজেলার চারটি ইউনিয়নে ৫৯টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। উপজেলার ১ লক্ষ ৩৫ হাজার ৯৫৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন । নির্বাচনে বিএনপির ৪জন , আ.লীগ দলীয় ৪জন, জামায়াত দলীয় (স্বতন্ত্র) ১জন, আ.লীগের বিদ্রোহী ৩ জন, স্বতন্ত্রভাবে ২ জন নিয়ে মোট ১৪ জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দীতা করছেন।