নির্বাচন

মেহেরপুর সদরে জামানত হারালেন রাশেদ, নিশান, আনারুল, সুইট এবং মাসুদ

By মেহেরপুর নিউজ

March 25, 2019

মেহেরপুর নিউজ, ২৫ মার্চ: মেহেরপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে জামানত হারালেন ৫প্রার্থী। জামানত হারানো প্রার্থীরা হলেন- আনারুল ইসলাম (টিউবয়েল), নিশান সাবের (পালকি), মাসুদ রানা (তালা), সহিদুজ্জামান সুইট( টিয়া পাখি) এবং মোহাম্মদ রাশেদুজ্জামান রাশেদ লতিফ( উড়োজাহাজ)। নির্বাচনে কাষ্টিং ভোটের আট ভাগের এক ভাগেরও কম ভোট পাওয়ায় তারা জামানত হারিয়েছেন। মেহেরপুর সদর উপজেলা নির্বাচনে কাষ্টিং হয়েছে ৬০ হাজার ৫৫২টি ভোট। এর মধ্যে বিজয়ী প্রার্থী মোমিনুল ইসলাম (মাইক) পেয়েছেন ২৮১৮৫ ভোট, নিকটতম প্রতিদ্বন্দী আব্দুল হান্নান (বাল্ব) পেয়েছেন ১৫ হাজার ২৭৫ ভোট এবং মতিয়ার রহমান (চশমা) পেয়েছেন ১৩ হাজার৩৮৩ ভোট।

জামানত হারানো প্রার্র্থীদের মধ্যে রাশেদ লতিফ পেয়েছেন ৩৬৩ ভোট, নিশান সাবের পেয়েছেন ৯১১ ভোট, আনারুল ইসলাম পেয়েছেন ১০৯৩ ভোট, মাসুদ রানা পেয়েছেন ১০০১ ভোট এবং সহিদুজ্জামান সুইট পেয়েছেন ৩৪১ ভোট।

সেমতে জামানত রক্ষা করতে প্রার্থীদের পেতে হতো সর্বনিম্ম ৭হাজার ৫৬৯ ভোট। সে হিসেবে ওই পাঁচ প্রার্থী সর্বনিম্ম ভোটেরও অনেক কম ভোট পেয়েছেন। ফলে তাঁরা তাদের জামানত ফেরৎ পাবেন না। মেহেরপুর সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা কবির আহমেদ জানান, নির্বাচনের কাষ্টিং ভোটের আট ভাগের এক ভাগেরও কম ভোট পেলে সেই প্রার্থী জামানত হারাবেন। প্রসঙ্গত, মেহেরপুর সদর উপজেলায় এই প্রথম ইভিএম প্রযুক্তিতে ভোট গ্রহণ সম্পন্ন হয়।