রাজনীতি

মেহেরপুর সদরে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ

By মেহেরপুর নিউজ

April 07, 2016

মেহেরপুর নিউজ, ০৭ এপ্রিল: ২৩ এপ্রিল ৩য় ধাপে অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচন উপলক্ষে মেহেরপুর সদর উপজেলার ৪টি ইউনিয়নে প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ করা হয়েছে।

বৃহস্পতিবার দায়িত্বপ্রাপ্ত রির্টাটিং অফিসার প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেন।

বুড়িপাতা ইউনিয়নে আ.লীগ মনোনীত প্রার্থী শাহজামাল (নৌকা), বিএনপি প্রার্থী অ্যাড. সাইদুর রাজ্জাক (ধানের শীষ) এবং সদরের একমাত্র জামায়াতের (স্বতন্ত্র) প্রার্থী বর্তমান চেয়ারম্যান আব্দুর রউফ মুকুল (চশমা)।  আমঝুপিতে বিএনপি প্রার্থী বর্তমান চেয়ারম্যান সাইফুল ইসলাম (ধানের শীষ), আ.লীগ প্রার্থী বোরহান উদ্দিন চুন্নু  (নৌকা), আ.লীগের বিদ্রোহী সাবেক

উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক মোল্লা (আনারস), জেলা স্বেচ্ছা সেবক লীগ নেতা মতিয়ার রহমান (ঘোড়া), স্বতন্ত্র শফিকুল ইসলাম  (মোটর সাইকেল) ও আফসার আলী (চশমা)।  কুতুবপুর ইউনিয়নে আ.লীগ প্রার্থী বর্তমান চেয়ারম্যান ইদ্রিস আলী মাষ্টার (নৌকা) ও বিএনপি প্রার্থী শহিদুল আলম (ধানের শীষ)। পিরোজপুর ইউনিয়নে আ.লীগ প্রার্থী আব্দুস সামাদ বাবলু বিশ্বাস (নৌকা), বিএনপি প্রার্থী বর্তমান চেয়ারম্যান সামসুল আলম (ধানের শীষ) এবং আ.লীগের বিদ্রোহী সালেহ আল আজিজ টনিক বিশ্বাস (আনারস)।

মেহেরপুর সদর উপজেলা নির্বাচন অফিসার ও দায়িত্ব প্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা কবির উদ্দিন জানান, চেয়ারম্যান পদে ১৬ জন, সদস্য ও সংরক্ষিত সদস্য পদে ১৬১ জন প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, মেহেরপুরের ৫টি ইউনিয়নের মধ্যে ৪টি ইউনিয়নে আগামী ২৩ এপ্রিল নির্বাচন অনুষ্ঠিত হবে। সীমানা সংক্রান্ত মামলা জটিলতায় আমদহ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে না।