রাজনীতি

মেহেরপুর সদর ইউনিয়ন পরিষদ নির্বাচন কুতুবপুরে লাড়াই হবে বিএনপি-আ’লীগ

By মেহেরপুর নিউজ

May 28, 2011

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৮ মে: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মেহেরপুর জেলার ১৮টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বর ও সংরক্ষিত মহিলা মেম্বর প্রার্থীরা তাদের প্রচার প্রচারনার মাত্র বাড়িয়ে দিয়েছে। প্রার্থীদের প্রতীক বরাদ্দের পর থেকেই মেহেরপুরের গ্রাম-গঞ্জে প্রার্থীদের ছবি সম্বলিত পোস্টারে-পোস্টারে ছেয়ে গেছে। ইউনিয়ন পরিষদের নির্বাচনকে সামনে রেখে মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীরা নিজ নিজ নির্বাচনী এলাকা চষে বেড়াচ্ছেন। ১৯ টি গ্রাম নিয়ে গঠিত কুতুবপুর ইউনিয়নে মোট ভোটারের সংখ্যা ২৮ হাজার ৬৫৯ জন। এর মধ্যে ১৩ হাজার ৮৫১ জন পুরুষ ও ১৪ হাজার ৮০৮ জন মহিলা ভোটার রয়েছেন। এই ইউনিয়নে পুরুষ ভোটারের চেয়ে ৯৫৭ জন মহিলা ভোটার বেশি। এবাবের নির্বাচনে কুতুবপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৪ জন এবং ওয়ার্ড সদস্য পদে ৩৯ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। এবার ইউনিয়ন পরিষদের নির্বাচন দলীয় পর্যায়ে হওয়ায় এই ইউনিয়নে ৪ প্রার্থীর মধ্যে বিএনপি’র প্রার্থী সাবেক চেয়ারম্যান শহিদুল আলম(দোয়াত-কলম) এবং আওয়ামীলীগের প্রার্থী উজলপুর

মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইদ্রিস আলীর (তালা) মধ্যে লড়াই হবে বলে সাধারন ভোটাররা ধারণা করছেন। সর্বশেষ নির্বাচনে বিজয়ী চেয়ারম্যান চাঁদ আলী এবারের নির্বাচনে নিশ্চিত পরাজয় ভেবে মনোনয়ন পত্র জমা দেননি। নির্বাচনে সাবেক চেয়ারম্যান সালাহউদ্দিন খান, অ্যাড. ফরিদউদ্দিন ও রোকনুজ্জামান মনোনয়ন পত্র জমা দিলেও সাবেক চেয়ারম্যান সালাহউদ্দিন তার মনোনয়ন পত্র প্রত্যাহার করে নেন। কাগজে কলমে কুতুবপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী হলেও মূলত লড়াই হরে বিএনপি’র প্রার্থী সাবেক চেয়ারম্যান শহিদুল আলম ও আওয়ামীলীগ প্রার্থী প্রধান শিক্ষক ইদ্রিস আলীর মধ্যে। শহিদুল আলম এলাকাবাসীর কাছে সৎ ও যোগ্য ব্যক্তি হিসেবে ব্যাপক পরিচিত থাকলেও ইদ্রিস আলীর ক্ষেত্রে ততটা নয়। তবে তার রয়েছে নারী কেলেংকারীর অপবাদ। নির্বাচনকে সামনে রেখে এসব অপবাদের কথাও কুতুবপুর ইউনিয়নের আকাশে-বাতাসে ভাসতে শুরু করেছে। একই সাথে নির্বাচনে চেয়ারম্যান পদের অপর ২ জন প্রার্থীর মধ্যে তরুন প্রার্ধী অ্যাড. ফরিদউদ্দিন (গরুর গাড়ি) ও রোকনুজ্জামানের ( আনারস) বিশ্বাস মানুষ তাদের ভালবেসে ভোট দেবে। অ্যাড. ফরিদউদ্দিন বলেন কুতুবপুর ইউনিয়নের নির্বাচনে তার এলাকায় তিনি এক মাত্র প্রার্থী। সাধারন ভোটাররা দল নয়। এলাকার টানে আমাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন। এছাড়া নির্বাচনের সংরক্ষিত মহিলা সদস্য ও ওয়ার্ড সদস্য পদের প্রার্থীরা জয়ী হতে নিজ নিজ এলাকায় ব্যাপক প্রচার প্রচারনা চালিয়ে যাচ্ছেন।