রাজনীতি

মেহেরপুর সদর ইউনিয়ন পরিষদ নির্বাচন।। আমঝুপিতে লাড়াই হবে বিএনপি-আ’লীগ

By মেহেরপুর নিউজ

May 27, 2011

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৭ মে: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মেহেরপুর জেলার ১৮টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বর ও সংরক্ষিত মহিলা মেম্বর প্রার্থীরা তাদের প্রচার প্রচারনার মাত্র বাড়িয়ে দিয়েছে। প্রার্থীদের প্রতীক বরাদ্দের পর থেকেই মেহেরপুরের গ্রাম-গঞ্জে প্রার্থীদের ছবি সম্বলিত পোস্টারে-পোস্টারে ছেয়ে গেছে। ইউনিয়ন পরিষদের নির্বাচনকে সামনে রেখে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীরা নিজ নিজ নির্বাচনী এলাকা চষে বেড়াচ্ছেন। ৩২ টি গ্রাম নিয়ে গঠিত আমঝুপি ইউনিয়নে মোট ভোটারের সংখ্যা ৩৬ হাজার ৬৮৩ জন। এর মধ্যে ১৭ হাজার ৭২৫ জন পুরুষ ও ১৮ হাজার ৯৫৮ জন মহিলা ভোটার রয়েছেন। এই ইউনিয়নে পুরুষ ভোটারের চেয়ে এক হাজার ২৩৩ জন মহিলা ভোটার বেশি। এবাবের নির্বাচনে আমঝুপি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৪ জন এবং ওয়ার্ড সদস্য পদে ৪৮ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। এই প্রথমবারের মত ইউনিয়ন পরিষদের নির্বাচন দলীয় পর্যায়ে রূপ নেয়ায় এই

ইউনিয়নে ৪ প্রার্থীর মধ্যে বিএনপি’র প্রার্থী সদর উপজেলার বিএনপি’র সাধারন সম্পাদক সাইফুল ইসলাম (আনারস) এবং আওয়ামীলীগের প্রার্থী বর্তমান চেয়ারম্যান রোবহানউদ্দিন আহমেদ চুন্নু’র (তালা) মধ্যে হাড্ডা-হাড্ডি লড়াই হবে বলে সাধারন ভোটাদের ধারণা। সর্বশেষ নির্বাচনে চুন্নু

সামান্য ভোটের ব্যবধানে সাইফুল ইসলামকে পরাজিত করে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। সাইফুলের সামনে সুযোগ এসেছে সেই পরাজয়ের প্রতিশোধ নিয়ে প্রথম বারের মত চেয়ারম্যান নির্বাচিত হওয়ার। একই সাথে বোরহানউদ্দিন আহম্মদ চুন্নু তার তার পদ ধরে রাখতে মরিয়া হয়ে উঠেছেন। সাধারন ভোটাররাও হিসেব-নিকেশ করতে শুরু করেছেন প্রায় ৮ বছরে চুন্নু ইউনিয়নবাসীর জন্য কি করেছেন আর কি করতে পারেননি। অপর দিকে সাইফুল ইসলাম নির্বাচিত হলে ইউনিয়নবাসীর জন্য কি করতে পারবেন এ নিয়ে চলছে চুল-চেরা বিশে­ষন। এ দিকে নির্বাচনে চেয়ারম্যান পদের অপর ২ জন প্রার্থীর মধ্যে সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তফা (দেওয়াল ঘড়ি) তার অস্তিত্ব টিকিয়ে রাখতে শেষ বয়সে এসে শেষ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। একই ইউনিয়নে তরুন প্রার্থী শফিকুল ইসলাম (গর“র গাড়ি) মূলত তার  ইউনিয়নে পরিচিতি লাভের জন্য নির্বাচনের প্রার্থী হয়েছেন। এছাড়া নির্বাচনের সংরক্ষিত মহিলা সদস্য ও ওয়ার্ড সদস্য পদের প্রার্থীরা জয়ী হতে নিজ নিজ এলাকায় ব্যাপক প্রচার প্রচারনা চালিয়ে যাচ্ছেন।