বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর সদর উপজেলায় কৃষি প্রণোদনার আওতায় বীজ, সার ও গাছের চারা বিতরণ

By Meherpur News

July 01, 2025

মেহেরপুর নিউজ :

২০২৪-২৫ অর্থবছরের খরিফ-২ মৌসুমে কৃষি প্রণোদনার আওতায় মেহেরপুর সদর উপজেলায় বিনামূল্যে রোপা আমন ধান, কলা ও গ্রীষ্মকালীন সবজির বীজ, রাসায়নিক সার এবং বিভিন্ন ফলদ ও বনজ গাছের চারা বিতরণ শুরু হয়েছে।

মঙ্গলবার সকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ খায়রুল ইসলাম। সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মনিরুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফারুক উদ্দিন, সিনিয়র মৎস্য কর্মকর্তা ফাতেমা কামরুন্নাহার আঁখি, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইদুর রহমান, পল্লী উন্নয়ন কর্মকর্তা রাকিব উদ্দিন এবং উপ-সহকারী কৃষি কর্মকর্তা জাকারিয়া পারভেজ।

কৃষকদের মধ্যে যা যা বিতরণ করা হয়েছে:

এই কার্যক্রমের মাধ্যমে কৃষকদের উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং পরিবেশবান্ধব কৃষি চর্চার প্রতি আগ্রহ বাড়বে বলে আশা প্রকাশ করেন উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগ।