শিক্ষা ও সংস্কৃতি

মেহেরপুর সদর উপজেলার এসএসসির পাশের হার ৮৩.২৬ ও মুজিবনগর উপজেলায় ৮৮.০৯% ।। সদরে জিপিএ-৫ পেয়েছে ৪৭ জন

By মেহেরপুর নিউজ

May 07, 2012

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৮ মে: মেহেরপুর সদর উপজেলায় এবার এসএসসি’র ফলাফল সন্তোষজনক। সদর উপজেলায় মোট ২টি সেন্টারে মোট পরীক্ষার্থী ছিল ১ হাজার ৭৮১ জন। এর মধ্যে পাশ করেছে ১ হাজার ৪৮৩ জন। পাশের হার ৮৩.২৬। জিপিএ-৫ পেয়েছে ৪৭ জন। এর মধ্যে মেহেরপুর সরকারী উচ্চ বালক বিদ্যালয়ে ২০ জন, সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে ১৯ জন, মোমিনপুর মাধ্যমিক বিদ্যালয়ে ৪জন, আশরাফপুর মাধ্যমিক বিদ্যালয়ে ১জন, বাড়িবাকা সীমান্ত মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ১জন, আরআর মাধ্যমিক বিদ্যালয় থেকে ১ জন ও আমঝুপি মাধ্যমিক বিদ্যালয় থেকে ১জন জিপিএ-৫ পেয়েছে। এদিকে এস,এস,সি পরীক্ষায় মুজিবনগর উপজেলার ১৩ টি প্রতিষ্ঠানে থেকে ৭৫৬ জন পরীক্ষার্থী মুজিবনগর মাধ্যমিক বিদ্যালয় পরীক্ষা কেন্দ্র থেকে অংশ গ্রহণ করে। এর মধ্যে পাস করেছে ৬৬৬ জন, কেন্দ্রের পাসের হার ৮৮.০৯%। মোট ৯ জন জিপিএ-৫ পেয়েছে। এর মধ্যে মুজিবনগর মাধ্যমিক বিদ্যালয় থেকে ১জন জিপিএ-৫ পেয়েছে । দারিয়াপুর মাধ্যমিক বিদ্যালয় থেকে ২জন জিপিএ-৫ পেয়েছে। আনন্দবাস এম,এম একাডেমি থেকে ১জন জিপিএ-৫পেয়েছে। আদর্শ মাধ্যমিক বিদ্যালয় থেকে ১জন জিপিএ-৫ পেয়েছে। কোমরপুর মাধ্যমিক বিদ্যালয় থেকে ২জন জিপিএ-৫ পেয়েছে। মহাজনপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় থেকে ২জন জিপিএ-৫ পেয়েছে। অন্যদিকে সদর ও মুজিবনগর উপজেলা থেকে দাখিল পরীক্ষায় ৪২৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে পাশ করেছে ৪০৩ জন। পাশের হার ৯৪.৮২। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৬ জন।