বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর সদর উপজেলার মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত

By Meherpur News

May 15, 2025

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলার মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালের দিকে উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সদর উপজেলা নির্বাহী অফিসার খায়রুল ইসলামের সভাপতিত্বে মাসিক সাধারণ সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের মেডিকেল অফিসার ডা.কামরুন্নাহার, সদর থানার অফিসার ইনচার্জ( তদন্ত) আমিনুল ইসলাম, উপজেলা প্রকৌশলী সাব্বির-উল ইসলাম,উপজেলা শিক্ষা অফিসার মনিরুল ইসলাম, প্রাথমিক শিক্ষা অফিসার ফারুক উদ্দিন, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ -পরিচালক নাসিমা খাতুন,আইসিটি কর্মকর্তা সুব্রত কুমার, আমদহ ইউনিয়নের চেয়ারম্যান রওশন আলী টোকন প্রমূখ।