মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৫ আগষ্ট: মেহেরপুর সদর উপজেলা আন্ত:স্কুল বালক ফুটবল টুর্ণামেন্টের পৃথক পৃথক খেলায় মোমিনপুর মাধ্যমিক বিদ্যালয় এবং উজুলপুর মাধ্যমিক বিদ্যালয় জয়লাভ করেছে। আজ রোববার মেহেরপুর সদর উপজেলার আমঝুপি মাধ্যমিক বিদ্যালয মাঠে অনুষ্ঠিত দিনের ১ম খেলায ট্রাইবেকারে উজুলপুর মাধ্যমিক বিদ্যালয় ৩-০ গোলে ঝাউবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে। দিনের অপর খেলায় মোমিনপুর মাধ্যমিক বিদ্যালয় ১-০ গোলে আমঝুপি মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করেছে।