রাজনীতি

মেহেরপুর সদর উপজেলা পরিষদের নির্বাচন ১৯ ফেব্রয়ারী

By মেহেরপুর নিউজ

January 19, 2014

 মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৯ জানুয়ারি:

মেহেরপুর সদর উপজেলা পরিষদের নির্বাচন ১৯ ফেব্রয়ারী অনুষ্ঠিত। নির্বাচন কমিশনের ঘোষিত তফশিল অনুযায়ী মনোনয়ন পত্র দাখিলের শেষ সময় নির্ধারন করা হয়েছে ২৫ জানুয়ারি। মনোনয়ন পত্র যাচাই-বাছাই ২৭ জানুয়ারি এবং প্রত্যাহারের শেষ সময় ৩ ফেব্রয়ারী।

রোববার বিকেল ৫ টার পরে রাজধানীর শেরেবাংলানগরের বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের  মিডিয়া সেন্টারে প্রধান নির্বাচন কমিশনার কাজীরকিবউদ্দিন আহমদ এই তফশিল ঘোষনা করেন। ঘোষনা মোতাবেক প্রথম দফায় ১০২টি উপজেলায় ১৯ ফেব্রয়ারী নির্বাচন অনুষ্ঠিত হবে। ১০২ টি পৌরসভার মধ্যে মেহেরপুর সদর উপজেলার নাম রয়েছে।

কাজী রকিব উদ্দীন বলেন, আইন অনুযায়ী মেয়াদ শেষ হওয়ার আগের ১৮০ দিনের মধ্যে উপজেলার নির্বাচন করতে হবে। এই আইনি বাধ্যবাধকতার কারণেই কমিশন এসএসসি ও এইচএসসি পরীক্ষা চলার সময়ে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে। তবে কমিশন শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে পরামর্শ করে তফসিল চূড়ান্ত করেছে। যে সময়ে পরীক্ষার্থীদের গুরুত্বপূর্ণ পরীক্ষা থাকবে না, সে সময়ে ভোট গ্রহণ হবে। মেয়াদ শেষ হওয়ার আগে আগে পর্যায়ক্রমে অন্যান্য উপজেলায় নির্বাচন করা হবে।