বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর সদর উপজেলা প্রশাসনের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত

By Meherpur News

January 20, 2026

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে মেহেরপুর সদর উপজেলার মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে সদর উপজেলা প্রশাসনের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সদর উপজেলা নির্বাহী অফিসার মো. খায়রুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিভিন্ন দপ্তরের চলমান কার্যক্রম, উন্নয়ন পরিকল্পনা ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করা হয়।

সভায় বক্তব্য রাখেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আঞ্জুমান আর, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মনিরুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফারুক উদ্দিন, বিআরডিবির কর্মকর্তা রকিবুল ইসলাম, উপজেলা সমবায় কর্মকর্তা মনিরুজ্জামান, পিরোজপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইকবাল এনামুল কবির, আমঝুপি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিরাজুল ইসলামসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিবৃন্দ।

সভায় উপজেলার সার্বিক উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।