বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অবহিতকরণ সভা অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

December 08, 2019

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে রবিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিস মিলনায়তনে ২০২২ সালের মধ্যে দেশ থেকে জলাতঙ্ক নির্মূলের লক্ষ্যে ব্যাপক হারে কুকুরের টিকাদান কার্যক্রম উপলক্ষে উপজেলা পর্যায়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা ডাক্তার অনুপ কুমার দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাক্তার শামীম আরা নাজনীন।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুল আলম, আর এম ও ডাক্তার আহসানুল কবির, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার জাহাঙ্গীর আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান মমিনুল ইসলাম লতিফুন্নেছা লতা।