রাজনীতি

মেহেরপুর সদর থানার ওসির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

By মেহেরপুর নিউজ

September 01, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০১ সেপ্টম্বর: মেহেরপুর সদর থানার ওসি রিয়াজুল ইসলামের অপসারনের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জেলা যুবলীগ। আজ রোববার রাত সাড়ে ৭টার দিকে মেহেরপুর জেলা যুবলীগের সভাপতি সাজ্জাদুল আনামের নেতৃত্বে মেহেরপুর সদর থানার ওসি রিয়াজুল ইসলামের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ এনে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে অন্যান্যের মধ্যে জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাজ্জাদুল আলম, সাংগঠনিক সম্পাদক মাহাফিজুর রহমান মাহাবুব, মিজানুর রহমান হিরোন, যুগ্ম-সম্পাদক নিশান সাবের প্রমুখ উপস্থিত ছিলেন। পরে শহরের হোটেল বাজার মোড়ে এক পথসভার আয়োজন করা হয়।