মেহেরপুর নিউজ:
করোনা ভাইরাসে সৃষ্ট জরুরী পরিস্থিতি মোকাবেলায় মেহেরপুর সদর উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত অর্থ হতে উপজেলার পাঁচটি ইউনিয়নের গরীব দুস্থ অসহায় কর্মহীন ৫০টি অসহায় প্রতিবন্ধীসহ ৬শ পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার সকালে মেহেরপুর সদর উপজেলা সমাজসেবা অফিস থেকে মেহেরপুর সদর উপজেলার পাঁচটি চেয়ারম্যান এর মাধ্যমে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এরমধ্যে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়ন পরিষদে ১শ ৬০ টি, কুতুবপুর ইউনিয়ন পরিষদে ১শ ৩০ টি, বুড়িপোতা ইউনিয়ন পরিষদে ১শ ১৮টি, আমদহ ইউনিয়ন পরিষদে ৯৪ টি এবং পিরোজপুর ইউনিয়ন পরিষদের ১শ ৪৮টি পরিবার রয়েছে। সকালে সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা আলমগীর হোসেন উপস্থিত থেকে খাদ্য সামগ্রী প্রদান করেন।