মেহেরপুর নিউজ :
মেহেরপুর শহর সমাজসেবা সমন্বয় পরিষদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
সোমবার শহর সমাজসেবা সমন্বয় পরিষদের নির্বাচন উপলক্ষে ১০ টি পদের বিপরীতে ২০ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র সংগ্রহ করেন। আগামী ৮ জানুয়ারি শহর সমাজসেবা সমন্বয় পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। মোট ৭৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
নির্বাচনে সভাপতি পদে আমিনুল ইসলাম খোকন ও নুরুল ইসলাম মনোনয়নপত্র সংগ্রহ করেন।এছাড়া সহ-সভাপতি পদে ৬ জন, যুগ্ম সম্পাদক পদে ২ জন, সাংগঠনিক সম্পাদক পদে ২জন, কোষাধ্যক্ষ পদে ২ জন, প্রচার সম্পাদক পদে ২ জন, সাহিত্য সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে ২জন এবং নির্বাহী সদস্য পদে জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।