শিক্ষা ও সংস্কৃতি

মেহেরপুর সরকারি কলেজে ছাত্রলীগ নেতা গ্রেফতার : প্রতিবাদে শিক্ষকদের কলেজে ঢুকতে দেয়নি ছাত্রলীগ

By মেহেরপুর নিউজ

March 17, 2011

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৭ মার্চ: মঙ্গলবার স্নাতক প্রথমবর্ষে ছাত্র ভর্তিকে কেন্দ্র করে  মেহেরপুর সরকারি কলেজে ভাঙচুর ও দু শিক্ষককে মারধর করার ঘটনায় পুলিশ কলেজ ছাত্রলীগের যুগ্মআহ্বায়ক আবু জাহিদকে গ্রেফতার করেছে। এর প্রতিবাদে  বুধবার শিক্ষকদের কলেজে ঢুকতে দেয়নি ছাত্রলীগ। সংশ্লিষ্ট ব্যক্তিদের সাথে কথা বলে জানা গেছে, মঙ্গলবার স্নাতক প্রথমবর্ষে ভর্তির কাগজ গ্রহণের সময় ছাত্রলীগের কর্মীরা মেধানুসারে নয়, তাদের পছন্দের ছাত্রদের ভর্তি করার দাবি করে। এ নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে ছাত্রলীগের কর্মীরা রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আবদুল্লাহ আল মামুন ধূমকেতু ও বাংলা বিভাগের সহকারী অধ্যাপক সিরাজুল ইসলামকে মারধর করে। এ সময় তারা শিক্ষক মিলনায়তনসহ ৫টি কক্ষের আসবাবপত্র ভাঙচুর করে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষক জানান,  মঙ্গলবার শিক্ষককে মারধর ও কলেজের আসবাবপত্র ভাঙচুরের ঘটনায় আবু জাহিদসহ ছাত্রলীগের ১৫-২০ জন নেতাকর্মীকে আসামি করে মেহেরপুর সদর থানায় মামলা করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবদুর রাজ্জাক। এ ঘটনায় পুলিশ আবু জাহিদকে গ্রেফতার করায় ছাত্রলীগ গতকাল সকাল থেকেই কলেজের প্রধান ফটকে অবস্থান নিয়ে শিক্ষকদের কলেজে ঢুকতে বাধা দেয়। ছাত্রলীগের বক্তব্য, মামলা প্রত্যাহার না হওয়া পর্যন্ত তারা শিক্ষকদের কলেজে ঢুকতে দেবে না। সরেজমিনে দেখা যায়, শিক্ষকরা কলেজের বাইরে অবস্থান করছেন। পুলিশ সুপার মো. শাহরিয়ার ও মেহেরপুর সদর থানার ওসির নেতৃত্বে পুলিশ কলেজে অবস্থান করে। ওসি হাসান হাফিজুর রহমান জানান, ছাত্রলীগের গ্রেফতার হওয়া নেতাকে গতকাল বুধবার আদালতে পাঠানো হয়েছে। রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক আবদুল্লাহ আল মামুন ধূমকেতু অভিযোগ করেন, ওইদিন মেধানুসারে ভর্তির জন্য কাগজ জমা নেয়া হচ্ছিলো। এ সময় ছাত্রলীগের নেতা জাহিদের নেতৃত্বে (তিনি ছাত্র কি-না জানা নেই) ছাত্রলীগের ১৫-২০ জন কর্মী তাদের পছন্দের ছাত্রদের ভর্তি করার দাবি জানায়। কিন্তু তা না করায় তারা আমাকে গোরস্তানে পাঠানোর হুমকি দিয়ে মারধর করে ভর্তির আবেদন ছিনিয়ে নেয়। এ সময় ছাত্রলীগের কর্মীরা কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক সিরাজুল ইসলামকেও মারধর করে। কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক হাসানুজ্জামান মালেক জানান, ছাত্রলীগের কিছু উচ্ছৃঙ্খল কর্মীর কারণে কলেজে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নেই। কলেজ ব্যবস্থাপনার সব কাজে ছাত্রলীগের অবৈধ হস্তক্ষেপ কলেজ পরিচালনায় হুমকি হয়ে দাঁড়িয়েছে। তাই এবার তারা কঠোর অবস্থান নিয়েছেন। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবদুর রাজ্জাক জানান, মামলা করার পর পুলিশ ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার করেছে। তার প্রতিবাদে ছাত্রলীগ শিক্ষকদের কলেজে ঢুকতে না দিয়ে ঘটনাটি আপসের জন্য চাপ দিচ্ছে। মেহেরপুর জেলা ছাত্রলীগের সভাপতি সাফুয়ান আহমেদ রূপম জানান, শিক্ষকদের সাথে ছাত্রলীগের কর্মীদের ভুল বোঝাবুঝির কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ছাত্রলীগের কর্মীরা ভর্তির কাগজ ছিনতাই নয়, সেগুলো দেখতে নিয়ে গিয়েছিলেন। এ সুযোগে ছাত্রলীগের কিছু উচ্ছৃঙ্খল কর্মী কলেজের বিভিন্ন কক্ষে হামলা চালিয়ে আসবাবপত্র ভাঙচুর ও দুজন শিক্ষককে আহত করে এবং অধ্যক্ষের কক্ষে তালা ঝুলিয়ে দেয়।