বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর সরকারি কলেজে বাস্কেটবল কোর্ট নির্মাণ কাজের উদ্বোধন

By Meherpur News

July 01, 2025

মেহেরপুর নিউজঃ

মেহেরপুর: মেহেরপুর সরকারি কলেজ ক্যাম্পাসে বাস্কেটবল কোর্ট নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১ জুলাই) দুপুরে কলেজ প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এই নির্মাণ কাজের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. নজরুল কবীর এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. খাইরুল ইসলাম। উদ্বোধনের পর দোয়ার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক খেজমত আলী মালিথা, ক্রীড়া শিক্ষক আলমগীর হোসেনসহ অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

এসময় বক্তারা বলেন, খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বাস্কেটবল কোর্ট নির্মাণের মাধ্যমে শিক্ষার্থীদের জন্য খেলাধুলার পরিবেশ আরও উন্নত হবে।