ক্রিকেট

মেহেরপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ ক্রিকেটের ২য় কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

October 30, 2019

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ ক্রিকেট টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল খেলা অনুষ্ঠিত। মেহেরপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ ছাত্রলীগের উদ্যোগে এক ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করে। টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ১০ টায় মেহেরপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ মাঠ প্রাঙ্গণে খেলাটি অনুষ্ঠিত হয়। খেলার একদিকে অংশগ্রহণ করে টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের দুরন্ত স্টার একাদশ শ্রেণী অন্যদিকে অংশগ্রহণ করে দ্বাদশ শ্রেণী। একাদশ শ্রেণী টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ে ১০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ৭২ রান টার্গেট দেই।

জবাবে দ্বাদশ শ্রেণীর ৭ ওভার ৩ বলে ২ উইকেটের বিনিময়ে খুব সহজে ম্যাচটি জিতে যায় এবং ফাইনাল খেলার সুযোগ পায় । খেলায় সর্বোচ্চ রান করে রিয়াজ ৫০ রান, সর্বোচ্চ ৩ উইকেট শিকার করে ফয়সাল।