মেহেরপুর নিউজ:
মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে বিদ্যালয় মাঠে জেলা প্রশাসক ড. মুহম্মদ মুনসুর আলম খান জাতীয় সংগীতের সুরে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন।
এ সময় সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বিএনসিসি, স্কাউট এবং রেড ক্রিসেন্ট এর সদস্যরা মনোজ্ঞ কুচকাওয়াজ প্রদর্শন করেন। জেলা প্রশাসক ড.মোহাম্মদ মুনসুর আলম খান প্যারেড পরিদর্শন এবং সালাম গ্রহণ করেন। পরে প্রধান অতিথি শান্তির প্রতীক পায়রা ওড়ান এবং মশাল জ্বালিয়ে সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করেন।
এসময় বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খোরশেদ আলম, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূর, জেলা শিক্ষা অফিসার মাহফুজুল হোসেন, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুজ্জামান, সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শিরিন আক্তার,অবসরপ্রাপ্ত শিক্ষক মোজাম্মেল হক, সুশীল চক্রবর্তী, সহকারী শিক্ষক সিদ্দিকুর রহমান, আব্দুস সালাম, সাদ্দাম হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।