শিক্ষা ও সংস্কৃতি

মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে ছাত্র বিক্ষোভ।।প্রধান ফটকে তালা

By মেহেরপুর নিউজ

January 19, 2012

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২০ জানুয়ারী:

মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ভোজ ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতাকে কেন্দ্র করে বিদ্যালয়ের ছাত্ররা বিদ্যালয়ের প্রধান ফটকে তালা লাগানোসহ বিক্ষোভ প্রদর্শন করেছে। বৃহস্পতিবার সকালে ওই ঘটনা ঘটে। জানা গেছে, বিদ্যালয় কর্তপক্ষ আগামি ২৪ জানুয়ারী বার্ষিক ভোজ ও পরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা করার সিদ্ধান্ত গ্রহণ করে। সে মোতাবেক গত বুধরার ছাত্রদের নোটিশ দিয়ে অবগত করার কথা ছিলো কিন্ত ওই দিন নোটিশ লেখা সত্বেও ছাত্রদের অবহিত করা হয়নি। এ দিকে বৃহস্পতিবার সকালে ছাত্ররা বিদ্যালয়ে আসতে শুরু করলে কে বা কারা বিদ্যালয়ের বার্ষিক ভোজ ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হবেনা বলে ছাত্রদের উস্কিয়ে দেয়। এ সময় ছাত্ররা ক্ষোভে ফেটে পড়ে। এসময় উত্তেজিত ছাত্ররা বিদ্যালয়ে প্রধান ফটকে প্রায় ১৫ টি তালা লাগিয়ে প্রধান ফটকের সামনে শ’ শ’ ছাত্র অবস্থান নিয়ে বিক্ষোভ করে। এসময় বিদ্যালয়ে শিক্ষকরা বিদ্যালয়ের ভেতরে ঢুকতে পারেনি। প্রায় দেড় ঘন্টা যাবত বাইরে অবস্থান নেয়ার  পর  ছাত্রদের বুঝিয়ে  আগের দিনের লেখা নোটিশ পড়ানোর পর ছাত্ররা শান্ত হয় এবং তালা খুলে দিয়ে যার যার ক্লাসে চলে যায়।