শিক্ষা ও সংস্কৃতি

মেহেরপুর সরকারি বালিকা বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার

By মেহেরপুর নিউজ

January 17, 2012

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৮ জানুয়ারী:

মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে  মঙ্গলবার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করা হয়। জেলা প্রশাসক বেগম সাহান আরা বানু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করেন। সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কাজি আনিসুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক প্রধান শিক্ষক আ কা ম ইসলাম, সহকারি কমিশনার মোঃ যুবায়ের। অনুষ্ঠানে প্রধান অতিথি জাতীয় সংগীতের তালে তালে জাতীয় পতাকা উত্তোলন করেন। এসময় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের চৌকস ছাত্রীরা কুজকাওয়াজ প্রদর্শন করে।

জেলা প্রশাসক সালাম গ্রহণ করেন। পরে ক্রীড়াবিদদের শপথ বাক্য পাঠ করাসহ অলিম্পিক মশাল প্রজ্জ্বল করা হয়। প্রতিযোগিতা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করা হয়।

এসময় অন্যান্যের মধ্যে সহকারি শিক্ষক শরিফুল ইসলাম, হাসান ফেরদৌস, মোঃ সোহরাফ, সিরাজুদ্দিন, সাইদুর রহমান, কে এম খশরূপারভেজ, আলী সুজ্জামান, মোঃ আরাফাত, আব্দুর রহিম, হাবিবুর রহমান, রেবেকা সুলতানা, ফৌজিয়া, রেবেকা সুলতানা মলি­কা, জনি আলম প্রমুখ উপস্খিক ছিলেন।