শিক্ষা ও সংস্কৃতি

মেহেরপুর সরকারি বালিকা বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

January 27, 2012

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৭ জানুয়ারী:

মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে  বৃহস্পতিবার বিদ্যালয় প্রাঙ্গনে বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কাজি আনিসুজ্জামানের সভাপতিত্বে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারি শিক্ষক শরিফুল ইসলাম সিরাজউদ্দিন, সাইদুর রহমান, আলিমুজ্জামান, রেবেকা সুলতানা, আরাফাত হোসেন, জনি আলম, আব্দুর রহিম, ফৌজিয়া খাতুন, নাজমূল হক,

সেলিমউদ্দিন, একরামূল হক, সাইদুর রহমান, শিক্ষার্থী  শারমীন আজিম, ফারহানা শারমীন, তানিয়া ইসলাম, অরিন রিয়াসাত, সুমাইয়া জাহান, উম্মে মাইমুনা কলি, শারমিন আক্তার, নাসরিন আক্তার মিমি প্রমুখ। পরে শিক্ষার্থীদের জন্য দোয়া করা হয় এবং বিদায়ী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরন বিতরণ করা হয়। মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও (বি এম) কলেজের উদ্যোগে  বৃহস্পতিবার বিদ্যালয় প্রাঙ্গনে বিদ্যালয়ের এস এস সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দেয়া হয়। এদিন অধ্যক্ষ আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারি শিক্ষক মোখলেছুর রহমান, এস এম হাসানুজ্জামান, শিক্ষার্থী লিপি খাতুন প্রমুখ। পরে শিক্ষার্থীদের জন্য দোয়া করা হয় এবং বিদায়ী শিক্ষার্থীদের  শিক্ষা উপকরন প্রদান করা হয়। মেহেরপুর আমঝুপিতে বিদায়, বরণ ও পুরস্কার বিতরন মেহেরপুর সদর উপজেলার আমঝুপি মাধ্যমিক বালক বিদ্যালয়ের উদ্যোগে  বৃহস্পতিবার বিদ্যালয় প্রাঙ্গনে বিদ্যালয়ের এস এস সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা, নবীন বরণ ও বিজয় দিবস উপলক্ষে আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতার  বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করা হয়। আমঝুপি মাধ্যমিক বালক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সিরাজুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত  থেকে পুরস্কার বিতরন করেন। আমঝুপি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বোরহান উদ্দিন আহমেদ চুন্নু র সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাইদুর রহমান, নূরুল ইসলাম, সাখাওয়াতজ্জামান, রবিউল ইসলাম, ফয়জুল কবির, কামরুদ্দোজা পরাগ প্রমুখ। পরে বিজয় দিবস উপলক্ষে আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতার  বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করা হয়। এর আগে শিক্ষার্থীদের জন্য দোয়া করা হয় এবং বিদায়ী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরন বিতরণ করা হয়। পরে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেয়া হয়।