বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর সরকারি বালিকা বিদ্যালয়ের বার্ষিক নৃত্য প্রতিযোগিতা

By মেহেরপুর নিউজ

May 07, 2018

মেহেরপুর নিউজ, ০৭ মে: মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে গত সোমবার বিদ্যালয় প্রাঙ্গনে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক নৃত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ৪টি গ্রুপে সাধারন, কথক, লোক নৃত্য প্রায়, ৫০ জন ছাত্রী অংশগ্রহন করে। সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এটিএম সোলায়মান, সহকারি শিক্ষক আঃ মান্নান, সেকেন্দার আলী। অনুষ্ঠানে অন্যদের মধ্যে সহকারি শিক্ষক আব্দুল লতিফ, কেএম খসরু পারভেজ, আলিমুজ্জামান, মোমিনুল ইসলাম, নাজমুল হক, জনি আলম, রাশেদুল ইসলাম, ফারুক আহাম্মেদ, মোঃ ইলিয়াস, সাইদুর রহমান, লিয়াকত আলী হাসান, ফেরদৌস, আব্দুল হক, আব্দুল হামিদ, রেবেকো সুলতানা, রহিমা খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন। প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে যারা জয়ী হয় তারা হলো ইসরাত আশরাফ, সাবরিনা আফরিন, শিপতুল, নূর জাহান, ইসরাত আশরাফ জ্যোতি, দো-পাটি, বর্ন বিশ্বাস, রাধা, অনিকা, মালিহা, বনান্তি, রুহি, তন্নী । নৃত্য প্রতিযোগিতায় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অর্ধশত নৃত্য শিল্পী অংশগ্রহন করে। আগামী ১২ মে বার্ষিক সাংস্কৃতিক বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরন করা হবে বলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবিএম সোলায়মান জানান।