বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর সরকারি মহিলা কলেজের বর্ষা যাপন আলাপ ও সাংগীতিক আড্ডা

By মেহেরপুর নিউজ

July 30, 2023

মেহেরপুর নিউজ:

আষাড় সন্ধ্যা ঘনিয়ে এলো, গেল রে দিন বয়ে, বাঁধনহারা বৃষ্টিধারা, ঝরছে রয়ে রয়ে, রবীন্দ্রনাথ ঠাকুরের এই উক্তিকে সামনে রেখে মেহেরপুর সরকারি মহিলা কলেজের বর্ষা যাপন আলাপ ও সাংগীতিক আড্ডা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকালে মেহেরপুর সরকারি মহিলা কলেজ চত্বরে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সরকারি মহিলা কলেজের বাংলা বিভাগের আয়োজনে এ বর্ষা যাপন আলাপ ও সাংগিতিক আড্ডা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

মেহেরপুর সরকারি মহিলা কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান কাজী আশরাফুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেহেরপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর রফিকুল ইসলাম। অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন মেহেরপুর সরকারি মহিলা কলেজের বাংলা বিভাগের সরকারি অধ্যাপক মিরাজ উদ্দিন।

মেহেরপুর সরকারি মহিলা কলেজের বাংলা বিভাগের প্রভাষক রুপালী বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেহেরপুর সরকারি কলেজের সাবেক উপাধ্যক্ষ এবং মেহেরপুর জেলা বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সভাপতি প্রফেসর হাসানুজ্জামান মালেক, মেহেরপুর সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক আব্দুল্লাহ আল আমিন ধুমকেতু, মেহেরপুর সরকারি মহিলা কলেজের অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক ড. এস এম আতিউর রহমান, মেহেরপুর সরকারি মহিলা কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মোঃ হাসানুজ্জামান, গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক সিরাজুল ইসলাম প্রমুখ।

পরে সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সাংস্কৃতিক অনুষ্ঠানে মেহেরপুর সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীদের নৃত্য ও গানে গানে মুখরিত হয়ে ওঠে কলেজ প্রাঙ্গণ।