মেহেরপুর নিউজ:মেহেরপুর সরকারি মহিলা কলেজের উদ্যোগে সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তিন দিনব্যাপী নানা প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল ওয়াদুদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে সংস্কৃতি ও খেলাধুলাচর্চার গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ প্রফেসর মাহা. আব্দুল্লাহ আল আমিন, সহযোগী অধ্যাপক কাজী আশরাফুল আলম, মেরাজ উদ্দিন, রেক্সোনা খাতুন, গোলাম কিবরিয়া, ড. সরোয়ার হোসেন ও রুপালি বিশ্বাস প্রমুখ।
এর আগে তিন দিনব্যাপী কবিতা আবৃত্তি, সংগীত পরিবেশনা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।