বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর সরকারি মহিলা কলেজে প্রভাষক পদ থেকে সহকারী অধ্যাপক পদোন্নতিপ্রাপ্তদের সংবর্ধনা

By Meherpur News

November 23, 2025

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সরকারি মহিলা কলেজের প্রভাষক রূপালী বিশ্বাস, নার্গিস পারভিন, ইকরামুল হাসান ও সালাউদ্দিন রিগানকে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি লাভের পর সংবর্ধনা দেওয়া হয়েছে।

রবিবার দুপুরে কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অধ্যক্ষ প্রফেসর আব্দুল ওয়াদুদ। অনুষ্ঠানে সংবর্ধিত সহকারী অধ্যাপকরা বক্তব্য রাখেন এবং তাদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠানে উপাধ্যক্ষ প্রফেসর মুহাঃ আবদুল্লাহ আল আমিন, কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক সহযোগী অধ্যাপক আব্দুল হামিদ, মেরাজ উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।