শিক্ষা ও সংস্কৃতি

মেহেরপুর সরকারি মহিলা কলেজে নবীন বরণ অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

November 02, 2010

মেহেরপুর নিউজ ২৪ ডট কম, ০২ নভেম্বর:

ফুল ছিটিয়ে, মুখে মিষ্টি ও হাতে রজনী গন্ধার স্টিক তুলে দিয়ে আজ মঙ্গলবার মেহেরপুর সরকারি মহিলা কলেজের একাদশ শ্রেণীর ছাত্রীদের রবণ করে নেয়া হয়েছে। বৈরি আবহাওয়া ভেদ করে গতকাল সকাল থেকে বিকেল পর্যনৱ সরকারি মহিলা কলেজ প্রাঙ্গন ছাত্রীদের  কলকাকলীতে ভরে থাকে। এদিন নবীন বরণ উপকমিটির আহ্বাযক ড. গাজী রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর কে এম এম মুর্শেদুল বারি। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিরেন উপাধ্যক্ষ আহসান আলী। অনুষ্ঠানে মানপত্র পাঠ করেন। দ্বাদশ শ্রেণীর ছাত্রী হ্যাপি। নবীনদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন আফিফা। পরে সেখানে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সংগীত, নৃত্য ও অভিনয়ে অংশ গ্রহন করেন সোনিয়া, মিশা, আঁচল, তিথি, প্রিয়াংকা, পিংকী, মৌপাল, বর্ণ, শারমিন, আঁখি, স্মৃতি, শাফলা, দিশা, সীমা, ইভা, সামিয়া, হাসি, স্নেহা, তানহা, সেতু, রশ্মি, মীম, নওরীন নিশু, রোজিনা, ইরানী প্রমুখ। এর আগে অনুষ্ঠানের শুরুতে একাদশ শ্রেণীর ছাত্রীরা সারি বদ্ধভাবে দাঁড়িয়ে একাদশ শ্রেণীর ছাত্রীদের ফুল ছিটিয়ে, মুখে মিষ্টি ও হাতে রজনী গন্ধার স্টিক তুলে দিয়ে বরন করে নেয়। এদিকে নবীন বরন উপলক্ষে সরকারি মহিলা কলেজের শ’ শ’ ছাত্রী বর্ণিল সাজে সেজে কলেজে আসলে কলেজ প্রাঙ্গন অভুত পূর্ব দৃশ্যের অবতারনা করে। ওই অনুষ্ঠানে অনেক প্রবীণ ছাত্রীকেও উপস্থিত হয়ে সংগীতের সুরে নাচতে দেখা গেছে। গুড়ি গুড়ি বৃষ্টি উপক্ষো করে ছাত্রীরা জমকালো ওই নবীন বরন অনুষ্ঠানে যোগ দেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রভাষক খসরু ইসলাম, ছাত্রী প্রিয়াংকা ও মিশা। তাদের সহযোগিতা করেন প্রভাষক শুব্রত কুমার মিত্র, আফতাব আহমেদ, আব্দুর রশিদ, আব্দুর রাজ্জাক প্রমুখ।