বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর সরকারি হাসপাতালের চিকিৎসা সেবা নিশ্চিত করুন

By মেহেরপুর নিউজ

July 02, 2017

মেহেরপুর নিউজ,০২ জুলাই: মেহেরপুর সরকারি হাসপাতালে চিকিৎসা সেবা নিশ্চিত করার দাবী জানিয়েছেন পিস এ্যাম্বাসেডর (শান্তির দূত) মোঃ জাকির হোসেন। এক প্রেস বিজ্ঞপ্তিতে পিস এ্যাম্বাসেডর জাকির হোসেন এ আহবান জানান।

তিনি জানান মেহেরপুর জেনারেল হাসপাতালের চিকিৎসাসেবা প্রায় ভেঙ্গে পড়েছে। পর্যাপ্ত জনবল ও সয্যার অভাব, অপরিচ্ছন্নতা ও তদারকির অভাবসহ নানাবিধ সমস্যায় এই হাসপাতালে সাধারন রোগিরা যথাযথভাবে চিকৎসা সেবা পাচ্ছে না। তিনি বলেন, এখানে কোন রোগি চিকিৎসা নিতে এসে আরো অসুস্থ হয়ে পড়ছে। তাছাড়া আধুনিক যন্ত্রপাতি না থাকা কিংবা পর্যাপ্ত জনবলের অভাবে মেহেরপুরের মানুষকে ছোট-খাট যেকোন অসুস্থতার জন্য ছুটতে হচ্ছে ঢাকা, রাজশাহি কিংবা অন্য জেলার হাসপাতালগুলোতে । ফলে সাধারন রোগিদের চিকিৎসা ব্যায় বাড়ছে এবং স্বাস্থ্য-ঝুঁকিতে পড়ছে। তিনি আরো বলেন, যথাযথভাবে পয়-পরিস্কারের অভাবে হাসপাতালের দূর্গন্ধে চিকিৎসা নিতে আসা রোগিরা আরো অসুস্থ হয়ে পড়ছে। শুধু তাই নয় হাসপতালের সামনের সড়ক দিয়ে দূর্গন্ধের কারনে চলচালে অসুবিধা হচ্ছে সাধারন পথচারিদের। তিনি সরকারের সমালোচনা করে বলেন, সরকার কথাই উন্নয়নের ফুলঝুরি ছড়াচ্ছে এবং মধ্যম আয়ের দেশ হিসেবে দাবি করছে অথচ সাধারন মানুষের জীবন মান উন্নয়নের কোন ব্যবস্থা নিতে পারছে না। অন্ন, বস্ত্র, বাসস্থানসহ স্বাস্থ্যসেবার মত মৌলিক অধিকার পূরনে সরকারের সীমহীন ব্যর্থতা প্রকট হয়ে দেখা দিয়েছে। তাই মিষ্টিকথা নয় প্রকৃত উন্নয়নের মাধ্যমে নাগরিকের জীবনমান উন্নয়নের দাবী জানান শান্তির দূত খ্যাত মেহেরপরের এই কৃতি সন্তান।