শিক্ষা ও সংস্কৃতি

মেহেরপুর সরকারী কলেজের অধ্যক্ষের অপসারনসহ ১২ দফা দাবীতে সড়ক অবরোধ

By মেহেরপুর নিউজ

February 02, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০২ ফেব্রুয়ারী: মেহেরপুর সরকারী কলেজের অধ্যক্ষের অপসারনসহ ১২ দফা দাবী আদায়ের লক্ষ্যে কলেজের সামনের (মেহেরপুর -কুষ্টিয়া) সড়ক  টায়ার জালিয়ে অবরোধ করেছে কলেজ শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।  এসময় রাস্তার দুইধারে অসংখ্য গাড়ি আটকা পরে। পরে মেহেরপুর পুলিশ সুপার মোফাজ্জেল হোসেনের আশ্বাসে তারা  কর্মসূচী ৭ দিনের জন্য  স্থগিত করে অবরোধ তুলে নিলে গাড়ি চলাচল স্বাভাবিক হয়। আজ শনিবার সকাল ১১ টার দিকে মেহেরপুর সরকারী কলেজ শাখা ছাত্রলীগের সাধারন সম্পাদক কুদরত-ই -খুদা রুবেলের নেতৃত্বে কলেজের সামনের সড়কে টায়ার জালিয়ে নেতাকর্মীরা এ কর্মসুচীতে অংশ গ্রহন করে। তাদের এ দাবীর সাথে একাত্মতা ঘোষনা করে সাধারন ছাত্ররাও এত অংশ গ্রহন করেছে বলে জানা গেছে।

কলেজ শাখাছাত্রলীগের সাধারন সম্পাদক কুদরত-ই -খুদা রুবেল মেহেরপুর নিউজকে জানান,অধ্যক্ষ’র বদলীসহ ১২ দফা দাবীতে আমাদের আন্দোলন চলছে।তিনি বলেন, মেহেরপুর পুলিশ সুপার  ৭ দিনের মধ্যে আমাদের দাবী পূরনের আশ্বাস দিয়েছেন।এ কারনে  আমরা ৭ দিনের জন্য কর্মসূচী স্থগিত করলাম। ৭ দিনের মধ্যে আমাদের দাবী পূরন না হলে আরো কঠোর কর্মসূচী দেয়া হবে বলে তিনি

জানান।